Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

বাংলাদেশ নির্বাচন কমিশন

সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়

খুলনা

www.ecs.gov.bd

জনমুখী নাগরিক সেবা প্রদানে সেবা সংক্রান্ত তথ্যাদি

ফোন নম্বর-০৪১৭৬০৩১২

ইমেল- deokhulna@gmail.com

 

১.১ নাগরিক সেবা:

ক্রঃনং

সেবার নাম

সেবা প্রদানের পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তিস্থান

সেবামূল্য এবং পরিশোধে পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (পদবী,ফোন ও মোবাইল)

০১

ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তি।

প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত নিবন্ধন ফরম-২ পুরণ করে উপজেলা/থানা নির্বাচন অফিসার বরাবর আবেদনপত্র দাখিল

কাগজপত্র: (১) মেয়র/চেয়ারম্যান/কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ,

(২) অনলাইন জন্ম নিবন্ধন সনদ,

(৩) পি,এস,সি/জে,এস,সি/ এস,এস,সি বা সমমান পরীক্ষার সনদ (প্রয়োজ্য ক্ষেত্রে),

(৪) পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি

(৫)স্বামীর/স্ত্রীর জাতীয় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)

প্রযোজ্য নয়

কমপক্ষে ০৩(তিন) দিন

থানা নির্বাচন অফিসার

খুলনা সদর, খুলনা।

টেলিফোন: ০৪১-৭৬০১৭৪

মোবা: ০১৫৫০০৪২৩২২

 

 

থানা নির্বাচন অফিসার

সোনাডাঙ্গা, খুলনা।

টেলিফোন: ০৪১-৭৬০১৭৫

মোবা: ০১৫৫০০৪২৩৩২

 

 

০২

ভোটার তালিকায় নাম স্থানান্তর

নির্ধারিত ফরম-১৩ এর মাধ্যম উপজেলা/থানা নির্বাচন অফিসার বরাবর আবেদনপত্র দাখিল

কাগজপত্র: (১) জাতীয় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি,

(২) চেয়ারম্যান/মেয়র/প্রথম শ্রেণীর কর্মকর্তা নাগরিকত্ব সনদ,

(৩)পৌরকর রশিদ/চৌকিদার রশিদ,

(৪)বিদ্যু‌‌ৎ/ টেলিফোন/গ্যাস বিলের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)

প্রযোজ্য নয়

কমপক্ষে ৩০(ত্রিশ) দিন

০৩(ক)

জাতীয় পরিচয়পত্রে নিজ নাম (বাংলা ও ইংরেজি)/জন্ম তারিখ সংশোধন

নির্ধারিত ফরমের মাধ্যমে উপজেলা/থানা নির্বাচন অফিসার বরাবর আবেদনপত্র দাখিল

কাগজপত্র: (১) অনলাইন জন্ম নিবন্ধন সনদ, (২) পি,এস,সি/জে,এস,সি/ এস,এস,সি বা সমমান পরীক্ষার সনদ (প্রয়োজ্য ক্ষেত্রে),

(৩) ম্যাজিস্ট্রেট কর্তৃক হলফনামা,

(৪) পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/নিকাহনামা/ এমপিওসিট/সার্ভিস বই/অফিস প্রধানের প্রত্যয়ন পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)

(১) ১ম বার: ফি=২০০/-

ভ্যাট-৩০/-,

() ২য় বার: ফি=৩০০/-

ভ্যাট-৪৫/-, (৩)পরবর্তীতে: ফি-৪০০/- ভ্যাট=৬০/-

কমপক্ষে ৩০(ত্রিশ) দিন

থানা নির্বাচন অফিসার

খুলনা সদর, খুলনা।

টেলিফোন: ০৪১-৭৬০১৭৪

মোবা: ০১৫৫০০৪২৩২২

 

থানা নির্বাচন অফিসার

সোনাডাঙ্গা, খুলনা।

টেলিফোন: ০৪১-৭৬০১৭৫

মোবা: ০১৫৫০০৪২৩৩২

 

 

 

০৩(খ)

জাতীয় পরিচয়পত্রে পিতা/মাতার নাম সংশোধন

নির্ধারিত সংশোধন ফরম-২ এর মাধ্যমে উপজেলা/থানা নির্বাচন অফিসার বরাবর আবেদনপত্র দাখিল

কাগজপত্র: (১) অনলাইন জন্ম নিবন্ধন সনদ, (২) পি,এস,সি/জে,এস,সি/ এস,এস,সি বা সমমান পরীক্ষার সনদ (প্রয়োজ্য ক্ষেত্রে),

(৩) ম্যাজিস্ট্রেট কর্তৃক হলফনামা,

(৪) পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/নিকাহনামা/ এমপিওসিট/ সার্ভিস বই (প্রয়োজ্য ক্ষেত্রে),

(৫)পিতা/মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি,

(৬)পিতার সকল সন্তানদের জন্মের ক্রম অনুযায়ী নাম ও জাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখ পূর্বক ওয়ারিশ সনদ/প্রত্যয়নপত্র;

০৪

হারানো বা নষ্ট বা অন্য কোন কারণে পুনরায় জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি

নির্ধারিত ফরমে আবেদন (ফরম-৬) এর মাধ্যমে উপজেলা/থানা নির্বাচন অফিসার বরাবর আবেদনপত্র দাখিল

কাগজপত্র: () নির্ধারিত ফরমে আবেদন

(২) জিডির মূল কপি

(৩) জাতীয় পরিচয় পত্রের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)

(৪) ফি ও ভ্যাট জমাদানের রশিদ

(১) ১ম বার: ফি=২০০/-

ভ্যাট-৩০/-,

() ২য় বার: ফি=৩০০/-

ভ্যাট-৪৫/-, (৩)পরবর্তীতে: যে কোন আবেদনে ফি-৫০০/- ভ্যাট=৭৫/-

কমপক্ষে ৩০(ত্রিশ) দিন

থানা নির্বাচন অফিসার

খুলনা সদর, খুলনা।

টেলিফোন: ০৪১-৭৬০১৭৪

মোবা: ০১৫৫০০৪২৩২২

 

থানা নির্বাচন অফিসার

সোনাডাঙ্গা, খুলনা।

টেলিফোন: ০৪১-৭৬০১৭৫

মোবা: ০১৫৫০০৪২৩৩২

 

বি:দ্র: যেহেতু উপর্যুক্ত সেবাসমূহ জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সাথে সংশ্লিষ্ট তাই সেবা প্রদানে কিছুটা বিলম্ব হতে পারে।

 

 

১.২ প্রতিষ্ঠনিক সেবা:     

ক্রঃনং

সেবার নাম

সেবা প্রদানের পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তিস্থান

সেবা মূল্য এবং পরিশোধে পদ্ধতি (যদি থাকে)

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (পদবী,ফোন ও মোবাইল)

১।

জাতীয় সংসদ, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ সংক্রান্ত

প্রচার মাধ্যম: (১)নোটিশ বোর্ড, (২)মোবাইল মেসেজ, (৩)মাইকিং (৪)পোস্টার, ব্যানার,লিফলেট ইত্যাদি

প্রাপ্তিস্থান: সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, নির্বাচন অফিসারের কার্যালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েব সাইট

( www.ecs.gov.bd )

-

-

থানা নির্বাচন অফিসার

খুলনা সদর, খুলনা।

টেলিফোন: ০৪১-৭৬০১৭৪

মোবা: ০১৫৫০০৪২৩২২

 

থানা নির্বাচন অফিসার

সোনাডাঙ্গা, খুলনা।

টেলিফোন: ০৪১-৭৬০১৭৫

মোবা: ০১৫৫০০৪২৩৩২

 

২।

ছবিছাড়া ভোটার তালিকার সিডি সরবরাহ

ট্রেজারী চালানের মাধ্যমে সরকারী কোষাগারে টাকা জমা প্রদান সাপেক্ষে

প্রাপ্তিস্থান: সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, নির্বাচন অফিসারের কার্যালয়

প্রতিটি ইউনিয়ন/সিটি/ পৌর ওয়ার্ডের জন্য

৫০০/- টাকা হারে

 পরিশোধ পদ্ধতি:

ট্রেজারী চালানের মাধ্যমে

-

 

১.৩ অভ্যান্তরীণ সেবা:

ক্রঃনং

সেবার নাম

সেবা প্রদানের পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তিস্থান

সেবা মূল্য এবং পরিশোধের পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (পদবী,ফোন ও মোবাইল)

জাতীয় পরিচয়পত্র যাচাই করণ/ অনলাইন কপি প্রাপ্তি

উপজেলা/থানা নির্বাচন অফিসার বরাবর  আবেদনের প্রেক্ষিতে।

(কোর্ট ফি সহ)

কাগজপত্র: নিবন্ধন স্লিপ/ভোটার নম্বর/জাতীয় পরিচয়পত্র নম্বর প্রাপ্তিস্থান:উপজেলা/থানা নির্বাচন অফিসারের কার্যালয়

চালানের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকে ফি বাবদ ২০০/- টাকা ও ভ্যাট ৩০/-

০১ (এক) কার্যদিবস

থানা নির্বাচন অফিসার

খুলনা সদর, খুলনা।

টেলিফোন: ০৪১-৭৬০১৭৪

মোবা: ০১৫৫০০৪২৩২২

 

থানা নির্বাচন অফিসার

সোনাডাঙ্গা, খুলনা।

টেলিফোন: ০৪১-৭৬০১৭৫

মোবা: ০১৫৫০০৪২৩৩২

বিভিন্ন প্রতিষ্টান/সংগঠনের নির্বাচনে সহায়তা প্রদান।

যথাযথ কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে স্টীলের ব্যালট বাক্স সরবরাহ।

প্রাপ্তির স্থান: উপজেলা/থানা নির্বাচন অফিসারের কার্যালয়।

-

-

 

সেবা গ্রহীতার কাছে প্রত্যাশা:

ক্র:নং

কাঙ্খিত/প্রতিশ্রুত সেবা প্রাপ্তির লক্ষ্যে করনীয়ঃ

স্বয়ংসম্পুর্ন আবেদন জমা প্রদান

যথাযথ প্রক্রিয়ায় প্রয়োজনীয় ফি পরিশোধ করা।

সঠিক তথ্য প্রদান করা।

 

বি:দ্র: সেবা প্রদানের প্রয়োজনীয় সকল ফরম অত্র কার্যালয়ে বিনামূল্যে পাওয়া যায়।

অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা:

ক্র:নং

কখন যোগাযোগ করবেন

কার সঙ্গে যোগাযোগ করবেন ও যোগাযোগের ঠিকানা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যথাপোযুক্ত সমাধান দিতে না পারলে

এম. মাজহারুল ইসলাম

জেলা নির্বাচন অফিসার, খুলনা

টেলিফোন নম্বর: ০৪১-৭৬০৩১২

মোবাইল নম্বর: ০১৫৫০-০৪২৩১৮

deokhulna@gmail.com